ভালো লাগার মানুষটিকে একনজর দেখতে সাগরপথে আড়াই হাজার মাইল পাড়ি দিয়েছেন তুরস্কের রামাজান নয়ান কুলুম। তবে আট মাস ধরে ঝড়-জল পাড়ি দিলেও মনের মানুষ কোর্টনি মারের সঙ্গে তাঁর দেখা পর্যন্ত হয়নি। যুক্তরাজ্যের প্লাইমাউথ বন্দরে ভেড়ার পথে গত শুক্রবার কুলুমকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা। কারণ ভিসা, পাসপোর্ট কিছুই ছিল না তাঁর সঙ্গে।
২০০৫ সালে সাইপ্রাসের একটি রেস্তোরাঁয় কোর্টনিকে প্রথম দেখেন কুলুম। কোর্টনি ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন।
২০০৫ সালে সাইপ্রাসের একটি রেস্তোরাঁয় কোর্টনিকে প্রথম দেখেন কুলুম। কোর্টনি ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন।