কুরবানির ঈদের আকর্ষনীয় গরু

গরু নং – 00১
গরুর নাম        : আবি হমেসা হাম্বা
গরুর খাবার       :
  • সকালে ঘুম থেকে উঠে ৩টা কলা ৫ টা লাল চা চিনি ছাড়া কারন তাহার ডাইবেটিস সমস্যা।
  • দুপুরে গমের ভুষির কুরমা ।
  • রাতে এক হড়ি গরম ভাত ও শুটকি মাছ ভূনা।
গরুর প্রিয় অভাস    : ঘুমানোর আগে মোর সিগারেট খাওয়া ।

গরুটির ওজন      : ১৪+ মণ ।
গরুটির মূল       : ১০ লাক টাকা প্রায় ।

গরু নং-00২       
গরুর নাম        : হমেসা হামা হামবা।
গরুর খাবার       :
  • সকালে ঘুম থেকে উঠে ৭ গ্লাস বিসূদ্ধ্ পানি। ৩৭ টি ডিম।
  • দপুরে সবুজ লতাপাতা ও গমের অটার ফালুদা।
  • রাতে ২০ টা রুটি।
গরুর প্রিয় অভাস    :রাতে ঘুমানো পরে নাক ডাকা।
গরুটির ওজন      :১২+ মণ।
গরুটির মূল       :৮ লাক টাকা প্রায় ।
(আলাউর রহমান)
যোগাযোগ করুন নিচের ঠিকানাই।

কুরবানির ঈদ বাজারে অংশ নিন ।

সামনেই কোরবানির ঈদ। হাটে গরু-ছাগল কিনতে গিয়ে কত মজার ঘটনাই তো ঘটে। অথবা গরু কিনে আনার পরও পোহাতে হয় নানা বিড়ম্বনা। ঝটপট লিখে পাঠান। লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। আর কার্টুনিস্ট হলে শুধু কাক-বক নয়, এঁকে ফেলুন গরু-ছাগলের ঠ্যাংসহ আরো অনেক কিছু। সঙ্গে পাঠান পুরো ঠিকানা।
 
 যে লেখাটি Popolar হবে তাদের জন্য থাকবে বিশেষ পুরুস্কার ।আজই লেখা পাঠান নিচের ঠিকানাই-
অথবা Comments করুন এই Post এ
বিঃ দ্রঃ –লেখা হতে হবে word ডকুমেন্ট হিসাবে।এবং লেখা পাঠাতে হবে 6 নভেম্বর এর  মধ্যে

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More