স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ডেসটিনি-২০০০-এর অপকর্ম খতিয়ে দেখা হবে। তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার জাতীয় সংসদে রাজশাহীর সাংসদ এনামুল হকের এ-সংক্রান্ত এক নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এনামুল হক তাঁর নোটিশে বলেন, রাজশাহীর বাগমারাসহ দেশের বিভিন্ন স্থানে ডেসটিনি-২০০০ নামের একটি সংগঠন মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের কাছে তাদের শেয়ার বিক্রি করছে। অথচ এ নিয়ে কোনো ধরনের আইনি অনুমোদন নেই।
তিনি বলেন, অধিক মুনাফার লোভ দেখিয়ে তারা এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরকার দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লাখ লাখ মানুষ তাদের খপ্পরে পরে সর্বস্বান্ত হয়ে যাবে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেসটিনি-২০০০-এর কিছু কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে সরকারের নজরে এসেছে। তাদের মিথ্যে আশ্বাসে অনেকে প্রতারিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সরকার তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ডেসটিনিসহ এ ধরনের মিথ্যে আশ্বাস দেওয়া সব কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
No comments:
Post a Comment