Sony unveil 3D TV you wear on your head.

'It will never go on sale,' was the general thought. 'Concept!' sneered others.
Sony has proved the doubters wrong, though - not only is the headset real, it's on sale today.
The headset launches first in London's Harrods, but it will roll out to Sony Stores across the country this year.
The point? The screen technology inside - OLED - is widely used in phones, but despite Sony  championing the ultra-fast-moving TV technology, it's still far too pricey for large sets at a normal price.

The Changing Brains may be ‘Internet’

Brain scans show a direct link between the number of Facebook friends a person has and the size of certain parts of their brain.
It's not clear whether using social networks boosts grey matter or if those with certain brain structures are good at making friends, say researchers.
The regions involved have roles in social interaction, memory and autism.
The work, published in the journal Proceedings of the Royal Society B Biological Sciences, looked at 3-D brain scans of 125 university students from London.
Researchers counted the number of Facebook friends each volunteer had, as well as assessing the size of their network of real friends.

Human cells makes stem “cloning”

Genetic material was taken from an adult skin cell and transferred into a human egg. This was grown to produce an early embryo.
Stem cells have huge potential in medicine as they can transform into any other cell type in the body.
However, the stem cells formed contained chromosomes from both the adult and the egg cells.
The technique used - somatic cell nuclear transfer - shot to fame in 1997 when Dolly the sheep, the first mammal to be cloned from an adult cell, was unveiled to the world.
A South Korean scientist, Hwang Woo-suk, had claimed to have created stem cells from cloned human embryos, but was found to have faked the evidence.

Against Theft are Protect your Laptop.


Here are some tips to outline the steps should take your laptop will be lost. We also added some useful precautions, you can do in advance, so that the laptop has a better chance of getting home safely, if the two of you to stand out.

1. File a police report

Although it may seem obvious, many people do not bother to file police reports of lost property under the assumption that there are few law enforcement can do.

The used of Facebook data steal of form £35,000 online bank accounts.

Hacker gathered personal details to break account security
A man has been sentenced  prison for fiften months for using personal data gathered from neighbours’ hack their bank accounts and steal more than £35,000. Facebook and Friends Reunitedpostings.

Iain Wood, who owns a business, befriended people who lived in his block of flats in Newcastle on social networking sites such as Facebook, and used the sites to find out as much personalinformation about them as possible.

Some Hackers are Anonymous at down Syrian Ministry of Defense Website.

Mane hacktivist group Anonymous has claimed responsibility for taking down the “Syrian Ministry of Defense website” posting in its place a message that calls for the removal of President Bashar Al-Assad.
“Syrian people: The world stands with against the brutal regime of Bashar Al-Assad,” the message begins in both English and Arabic. ” … To the Syrian military: You are responsible for protecting the Syrian people, and anyone who orders you to kill women, children, and the elderly deserves to be tried for treason.

ডেসটিনির অপকর্ম খতিয়ে দেখা হবে: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ডেসটিনি-২০০০-এর অপকর্ম খতিয়ে দেখা হবে। তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ
সোমবার জাতীয় সংসদে রাজশাহীর সাংসদ এনামুল হকের -সংক্রান্ত এক নোটিশের জবাবে মন্ত্রী কথা বলেন। এনামুল হক তাঁর নোটিশে বলেন, রাজশাহীর বাগমারাসহ দেশের বিভিন্ন স্থানে ডেসটিনি-২০০০ নামের একটি সংগঠন মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের কাছে তাদের শেয়ার বিক্রি করছে। অথচ নিয়ে কোনো ধরনের আইনি অনুমোদন নেই।

Very Nice Mobile SMS for Eid-ul-Adha 2011

Happy birthday!
Sorry!
Happy new year! Oh sheet!
Happy valentines day!
Oh no!
Actually I want to say," Have a nice Eid day"so
"EID MUBAROK"


আমি এক পরাজিত সৈনিক


এই পোষ্টটি পড়লে আপনার কণ্ঠ নিস্তব্দ হয়ে যাবে।
মাথা নিচু হয়ে যাবে । বেচে থাকার ইচ্ছা অপনার শেষ হয়ে যাবে।এই পোষ্ঠটি পড়ুন এবং একটু ভাবুন তো যদি আমাদের করও জীবনে যদি এমন ঘটনা ঘটত।
জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক সকলের ঘৃণার পাত্র সকলের কাছে আজ আমি এক অবাঞ্চিত ব্যক্তি সকলের খেলনার পুতুল সকলের ষড়যন্ত্রে নিষ্পেষিত আমি আজ সমাজের এক দুষ্টগ্রহ সমাজের চক্ষুশুল ব্যক্তি

ঈদ উল আযহা ২০১১ এর নতুন আর্কাষন, “সিল্ক”

ফ্যাশনপ্রেমীদের কাছে সিল্ক এখন বেশ জনপ্রিয়। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসবকিছুতেই পাওয়া যাচ্ছে সিল্কি আমেজ। সিল্কের কাপড় কিনে তাতে পছন্দমতো কাজ করিয়ে অনেকেই পোশাক বানাচ্ছেন এখন।

সিল্কের বাজার
বাজার ঘুরে দেখলেই বোঝা যায় সিল্কের ভিন্নতা। নকশা রঙের শুরু আছে, শেষ নেই। প্রিন্ট করা, নকশা করা তো আছেই। পাশে শোভা পাচ্ছে বিভিন্ন একরঙা থানকাপড়।

iPhone 5 Pico Projector Patent !

A rumor recently reported that one of the iPhone 5 features may include an integrated pico projector. A patent which was filed in August suggest that Apple has been working on a projector type feature on a cellphone for a while. Some believe that this feature may be integrated on other Apple products such as the iPad and iPod. It has also been reported that Apple has bought the domain name applepico.com.
Pico projectors are nothing new. There are other cellphones which have projectors but it was not

With Video Display iPhone 5 Concept Shows Laser Keyboard And Holographic.



What is Muslin Fabric?

Muslin is a light cotton fabric, finely woven and typically white, that was first imported from the Middle East to Europe in the 17th century. It is named after Mosul in modern-day Iraq, the city through which it made its way to Europe, but Dhaka in modern-day Bangladesh is the fabric's true place of origin. Muslin is a popular choice for clothing and curtains, particularly in hot, dry climates. It may also be used as padding for
furniture.

Improve Facebook to Twitter connections.

Dhaka, Sep 19 (The-Editor Desk): Facebook members will soon be able pipe their profile directly to a connected Twitter account.
The social networking giant said it was working,on the feature in a document sent to developers about,upcoming changes.
Before now linking to Twitter was only possible from Facebook pages which are meant for bands, public figures and businesses.
Facebook said linking was coming "soon" but gave no specific date.

Things To Never Do on Facebook.

The onus of Malini's actions does not rest solely on her ex-boyfriend's keyboard happiness; there is more to the matter than meets the eye. However, this is an immense cause of concern about the far-reaching effects social-networking sites can have on people's lives. Especially since people tend to have more 'courageous' online personalities than offline ones.
Clinical psychologist Alina Philip says, "Much like the media, social networking sites reach everybody. Therefore, we need to follow ethics and be extremely sensitive to what goes up on them. "

জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে পাওয়া যচ্চে মাতৃত্ব।

মানবদেহে এবার প্রতিস্থাপিত হয়েছে জরায়ু। আর এই প্রতিস্থাপিত জরায়ুর মাধ্যমে মা হতে পারবেন সন্তানহীন দম্পতিরা। সম্প্রতি সুইডেনের গোথেনবার্গ ইউনিভার্সিটির অবস্ট্রেটিকস গাইনোকলজির অধ্যাপক এবং বিশেষজ্ঞ ম্যাটস ব্রানস্ট্রোমের নেতৃত্বে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে জরায়ু প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচারটি করা হয়েছে। তবে এই জরায়ুর মাধ্যমে মাতৃত্ব লাভ প্রকৃত
অর্থেই
সম্ভব কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। কারণ, জরায়ু প্রতিস্থাপন করা প্রথম নারী মেল আর্নল্ডের সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর তিনি মা হবেন। তিনি এবং তার স্বামী অ্যান্ড্রু ১২ বছর ধরে সন্তানের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা নেবার পর অবশেষে এই পথ বেছে নিয়েছেন।

একটি পুঁতির জীবন কাহিনি ( ২২ বছর পর তাহার সন্ধান)

কানের ভিতর থাকা পুতির সন্ধান পওয়া গেল ২২ বছর পর।


যেভাব কানে পূঁতি ঢুকেছিল।
১৯৮৬ সালে ১১বছর বয়সে বান্ধবীর সঙ্গে খেলাচ্ছলে দুষ্টুমি করে তারই গলার ছিঁড়ে যাওয়া লাল রঙের পুঁতির মালার একটি পুঁতি ডান কানের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। কানে পুঁতি ঢোকার বিষয়টি তখন সবাইকে বলেছেন রাশেদা। কারণ কানে পুঁতি ঢোকার জন্য কানে ব্যথা হচ্ছিল, কান বন্ধ হয়ে ছিল। প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক পুঁতিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অবস্থায় তখন তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার কান থেকে পুঁতি বের করার কথা বলা হলেও বের করা পুঁতিটি দেখানো হয়নি।

মোবাইল ফোনের রেডিয়েশনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে বাঁচান।

মোবাইল ফোন আমাদের একটি অতি প্রয়োজনীয় ডিভাইস তা আমরা নিঃসন্দেহে বলতে পারি। বলতে গেলে আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে এই ডিভাইসটি। মোবাইলের ব্যবহার দিনে দিনে বেরেই চলেছে। মোটামুটি আমরা অনেকেই জানি মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারে আমাদের ক্ষতি হয়। কিন্তু কি ক্ষতি হয় তা কয়জন জানি? হাতে গোনা কয়েকজন জানি এর ক্ষতিকর প্রভাব গুলো। হাতে গোনা কয়েকজনও জানা সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেনা প্রয়োজনের তাগিদে। আসুন জেনে নেই কিভাবে এবং কি কি ক্ষতি করে আমাদের সকলের প্রয়োজনীয় এই ডিভাইসটি।

কুরবানির ঈদের আকর্ষনীয় গরু

গরু নং – 00১
গরুর নাম        : আবি হমেসা হাম্বা
গরুর খাবার       :
  • সকালে ঘুম থেকে উঠে ৩টা কলা ৫ টা লাল চা চিনি ছাড়া কারন তাহার ডাইবেটিস সমস্যা।
  • দুপুরে গমের ভুষির কুরমা ।
  • রাতে এক হড়ি গরম ভাত ও শুটকি মাছ ভূনা।
গরুর প্রিয় অভাস    : ঘুমানোর আগে মোর সিগারেট খাওয়া ।

ভিনসন ম্যাসিফ সবচেয়ে উঁচু পর্বত, অ্যান্টার্কটিকা

বরফ ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু পর্বত ভিনসন ম্যাসিফ আবিষকৃত হয় ১৯৫৮ সালে। আকাশ থেকে এটি সর্বপ্রথম নজরে আসে যুক্তরাষ্ট্র নেভির একটি উড়োজাহাজের। আমেরিকান আলপাইন ক্লাবের সদস্যরা ১৯৬৩ সাল থেকেই ভিনসন ম্যাসিফ জয়ের চেষ্টা চালাতে থাকেন।

এলব্রুস পর্বত, ইউরোপ


রাশিয়ার ককেশাস পর্বতমালায় অবস্থিত এলব্রুস পর্বত প্রকৃতপক্ষে একটি মৃত আগ্নেয়গিরি। ধারণা করা হয় ১০০ খ্রিষ্টাব্দে ভীষণ তেতে উঠেছিল এলব্রুস। আগুন চুরির অপরাধে জিউস নাকি প্রমিথিউসকে এই পাহাড়ে এনে বন্দি করে রেখেছিলেন। দেবদেবীর হাত লেগে তখন সরগরম ছিল এলব্রুস পর্বত।

এভারেস্ট এশিয়া পর্বতমালা


দুনিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গটি বলতে গেলে আমাদের ঘরের কাছে। ১৮৫৬ সালে প্রথম শৃঙ্গটির উচ্চতা মেপে বের করা হয়। পৃথিবীর উচ্চতম এই বিন্দুটিকে ঘিরে আগ্রহের শেষ নেই। যেকোন পর্বত আরোহীর আজন্ম স্বপ্ন এভারেস্ট জয়। ২০১০ সাল পর্যন্ত ৩১৪২ জন আরোহী নাম লিখিয়েছেন এভারেস্টজয়ীর খাতায়। ১৯৫৩ সালে শুরুটা করেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি, সাথে ছিলেন শেরপা তেনজিং নোরগে।

আকনকাগুয়া পর্বতমালা, দক্ষিণ আমেরিকা

আন্দিজ পর্বতমালায় অবস্থিত আকনকাগুয়া নামটির বাংলা করলে দাঁড়াবে পাথরের স্তূপ। সেই স্তূপ এত্ত বড় যে আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের খেতাবটা এখন তারই দখলে। এর প্রায় পুরোটাই আর্জেন্টিনায় অবস্থিত। কেবল ১২ কিলোমিটার জায়গা চিলির সীমান্ত ঘেঁষে আছে।

কুরবানির ঈদ বাজারে অংশ নিন ।

সামনেই কোরবানির ঈদ। হাটে গরু-ছাগল কিনতে গিয়ে কত মজার ঘটনাই তো ঘটে। অথবা গরু কিনে আনার পরও পোহাতে হয় নানা বিড়ম্বনা। ঝটপট লিখে পাঠান। লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। আর কার্টুনিস্ট হলে শুধু কাক-বক নয়, এঁকে ফেলুন গরু-ছাগলের ঠ্যাংসহ আরো অনেক কিছু। সঙ্গে পাঠান পুরো ঠিকানা।

Holistic SEO with Cross-Channel Keyword Optimization & Copywriting.

Copywriting for the web is a true art form, whether you’re writing web pages, press releases or landing pages. Add the practice of search engine optimization and it can get even trickier.  Too much focus on SEO and that high ranking web page may confuse readers, resulting in lacking conversions. Too little focus on keywords and search traffic will suffer.  Both questions remind copywriters to consider who their target audience really is: search engines or customers?
Obviously it’s both and working with a Keyword Glossary can provide copywriters with a solid guideline for topic planning, organization and emphasis so that both engines and customers are being optimized for.

কাশ্মীরে সন্ধান পাওয়া গণকবরের কঙ্কালদের ডিএনএ পরীক্ষা ।

ভারত শাসিত কাশ্মীরে সাম্প্রতিক সময়ে গণকবরে যে ছয় হাজার কঙ্কাল পাওয়া গিয়েছে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে সেখানকার প্রশাসন ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে
সেখানকার মানবাধিকার কমিশনের এক রিপোর্টে এসব কবরের অস্তিত্বের কথা বলা হয়েছে
মানবাধিকার কর্মীদের বিশ্বাস এসব কবরে শায়িত মানুষের অনেকেই সেইসব সাধারণ নাগরিক যারা গত কুড়ি বছর ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন

ভাইরাসের উপস্থিতি বোঝার উপায়।

বন্ধরা আজ অপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রয়োজনীয় বিষয় চলুন শুরু করা যাক।
যারা নতুন কম্পিউটার ব্যবহার করছেন ভাইরাসের ব্যাপারে অভিজ্ঞ হন না। ফলে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না কম্পিউটার তার অজান্তে ভাইরাসে আক্রান্ত হয়েছে কি-না। সে ক্ষেত্রে নিচের বিষয়গুলো একটু লক্ষ্য করলেই নিশ্চিত হওয়া যাবে কম্পিউটারে ভাইরাস আছে কি-না :

সক্রিয় করুন উইন্ডোজের নিষ্ক্রিয় প্রোগ্রাম

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সিস্টেম রিস্টোর, রান মেনু, কনটেক্সট মেনু, মাই কম্পিউটার, সার্চ অপশন, কমান্ড কনসোল, রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার ইত্যাদি ইউটিলিটি প্রোগ্রাম নিষ্ক্রিয় হয়ে থাকে।রি-এনাবলনামের একটি সফটওয়্যার দিয়ে আপনি সহজেই এসব ইউটিলিটি সক্রিয় করতে পারবেন। মাত্র ৭৭৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/ ?sl7aoa2ed9zl7zh ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন।

৯৯ শতাংশ বাচ্চাই বাবা-মায়ের মার খায়।

বাবা মায়ের মার খাই প্রায় 99 শতাংশ বাচ্চা
ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সুপরিচিত একজন মনোবিজ্ঞানী বলেছেন, বাংলাদেশে ৯৯ শতাংশ শিশু ঘরে নির্যাতিত হচ্ছে।

ঢাকা
বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক গোলটেবিলে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, "বিদ্যালয়গামী শিশুদের ৯১ শতাংশ এবং শ্রমজীবী শিশুদের ৬০ শতাংশ কর্মস্থলে নির্যাতনের শিকার হচ্ছে।"

অবিস্বাস্য ঘটনা 85 কেজি ওজনের একটি বাঘাইর মাছ ।

বাংলাদেশের ফরিদপুরে জেলার পদ্মা নদীর ধলার মোড় নামক স্থান থেকে বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ ধরেছে জেলেরা। পরে মেপে দেখা যায় এটির ওজন ৮৫ কেজি। মাছটি

দেখতে শত শত মানুষ ভিড় করে।

3 Internet Marketing Trends You Don’t Want to Miss

The web is flush with change and innovation. Gone are the days of linear information flow and incremental growth. Content flows in every direction through a variety of platforms, formats and devices.  The mass adoption of the social and mobile web have facilitated a revolution of information access, sharing and publishing at a scale never before experienced.

5 iPhone Conferences Apps for Creating A Fun Socialmedia Graphics.

One of the many great things about apps and an iPhone is that you can be productive or at least productively kill time, should you ever be blessed with such a thing as “free time”.   Mobile social media usage is on the rise and one of the most productive opportunities to be creative is using your iPhone at conferences to create interesting and fun graphics.  At Content Marketing World, Intel’s Pam Didner commented “Content is King, Creativity is Queen” and I sincerely believe that a competitive advantage can be gained in the content marketing space by being smarter through analytics and especially by being more creative.

ভয়ংকর রূপ দেখা দিল ভারতের র‌্যগিংয়ে

্যাগিংয়ের কারণে সন্তান হারানো বাবা-মায়ের সংখ্যা দিন দিন বাড়ছে ভারতে। নিয়ে শঙ্কিত চিন্তিত তারা। ্যাগিংয়ের কারণে ভারতে প্রতি বছর মারা যাচ্ছে অনেক শিক্ষার্থী। আর সন্তান হারানো এমন এক পিতা শিক্ষাপ্রতিষ্ঠানে ্যাগিং বন্ধে শুরু করেছেন সামাজিক আন্দোলন।
ছেলে হারানো এই পিতার নাম রাজেন্দ্র কাচুরি। তাঁর ১৯ বছরের ছেলে আমানকে হিমাচল প্রদেশের টানডা মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More