আন্দিজ পর্বতমালায় অবস্থিত আকনকাগুয়া নামটির বাংলা করলে দাঁড়াবে পাথরের স্তূপ। সেই স্তূপ এত্ত বড় যে আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের খেতাবটা এখন তারই দখলে। এর প্রায় পুরোটাই আর্জেন্টিনায় অবস্থিত। কেবল ১২ কিলোমিটার জায়গা চিলির সীমান্ত ঘেঁষে আছে।
এভারেস্টের পরে আকনকাগুয়া পর্বত আরোহীদের প্রথম পছন্দ। কেননা এশিয়ার বাইরে এটিই সর্বোচ্চ শৃঙ্গ। ১৮৯৭ সালে ৬৯৬২ মিটার উঁচু শৃঙ্গটিতে প্রথম পা রাখেন এডওয়ার্ড ফিটজেরাল্ড।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment