ভিনসন ম্যাসিফ সবচেয়ে উঁচু পর্বত, অ্যান্টার্কটিকা

বরফ ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু পর্বত ভিনসন ম্যাসিফ আবিষকৃত হয় ১৯৫৮ সালে। আকাশ থেকে এটি সর্বপ্রথম নজরে আসে যুক্তরাষ্ট্র নেভির একটি উড়োজাহাজের। আমেরিকান আলপাইন ক্লাবের সদস্যরা ১৯৬৩ সাল থেকেই ভিনসন ম্যাসিফ জয়ের চেষ্টা চালাতে থাকেন।
শেষশেষ ১৯৬৬ সালে তারা শৃঙ্গজয়ের স্বাদ পান। ১৯৬৬ সালে যুক্তরাস্ট্রের চার আরোহী হাজার ৮৯২ মিটার উঁচু শৃঙ্গে প্রথম সফল অভিযান করেন


No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More