বিশ্বের এই প্রথম সেক্স এর স্কুল প্রর্দশিত হল অস্ট্রিয়ার ভিয়েনায়।

বিশ্বের এই প্রথম সেক্স এর স্কুল খোলা হল অস্ট্রিয়ার ভিয়েনায়। পরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অনেক প্রতিবন্ব্ধকতা কারী এটা বন্ধ করার চেষ্ঠা করেও পারে না।এই স্কুল নিয়ে অস্ট্রিয়ায় এরই মধ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। স্কুলে ভর্তি-সংক্রান্ত বিজ্ঞাপনটি এরই মধ্যে অস্ট্রিয়ার টেলিভিশনে প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞাপনে এক দম্পতির আবেগঘন ছবি ব্যবহার করায় বিতর্ক আরও প্রবল হয়ে উঠেছে।
লন্ডনের ডেইলি মেইল পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, ভিয়েনায় অবস্থিত ‘অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুল’ নামের প্রতিষ্ঠানটিতে

ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৪০০ পাউন্ড করে নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক মারিয়া থমসন বলেন, প্রায়োগিক যৌন জ্ঞান অর্জনের জন্য ১৬ বছরের বেশি বয়সের যেকোনো ব্যক্তি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
প্রধানশিক্ষিকা Ylva-মারিয়া থম্পসন বলেছেন, 16 বছরের বেশী যে কেউ বিশ্বের প্রয়োগ যৌনতা এই স্কুলে নথিভুক্ত হতে পারবে।
স্কুল থেকে ছাত্র/ছাত্রীদের মিশ্র লিঙ্গের যৌন অনুশীলনের জন্য বাড়িতে কাজ দেওয়া হয়।
এবং কোর্স শেষে, তাদের একটি যোগ্যতা ভূষিত করা হয়.
নতুন স্কুল নির্মাতা বলেছেন, আমাদের মূল শিক্ষা হল তাত্ত্বিক না খুব বাস্তব, কিভাবে ভাল প্রেমিক হতে হয় কিভাবে, যৌন অবস্থানে সোহাগপূর্ণ কৌশল অবলম্বন করতে হয়। শারীরিক বৈশিষ্ট্য এবং সমাপ্ত কোর্সের ছাত্র/ছাত্রীদের জন্য পুরস্কার প্রদান করা হয়।.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More