গুগল বন্ধ করে দিল গুগল ‘বাজ’ ।

গুগল বাজবন্ধ করে দিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল ইনকরপোরেশন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার অভিযোগ শুরু থেকেই ছিল বাজের ব্যাপারে। ব্যাপক সমালোচিত হওয়ার কারণে গুগল নিজেও সেবাটির ভবিষ্যত্ নিয়ে দ্বিধান্বিত ছিল। সবকিছু মিলিয়ে ব্যবসায়িকভাবে অসফল সেবাটি শুক্রবার শেষমেষ বন্ধই করে দিল তারা।

প্রতিষ্ঠানটি বেশ কয়েক মাস ধরেই নিজেদের সেবাগুলোকে নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করছিল। সম্প্রতি গুগল প্লাস অবমুক্ত হওয়ার কারণে সামাজিক যোগাযোগ সেবা হিসেবে বাজের বন্ধ হয়ে যাওয়া অনেকটাই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
আমরা মুহূর্তে ভবিষ্যতের দিকে মনোযোগ দিয়েছি। সত্যি কথা বলতে কি, বাজের মতো কিছু অসফল সেবা থেকে আমরা অতীতে অনেককিছুই শিখেছি। শিক্ষা ভবিষ্যতে আমাদের ব্যবসার সফলতার ক্ষেত্রে কাজে লাগবে।বাজ বন্ধ করে দেওয়ার ঘোষণাটি ভাষাতেই নিজেদের করপোরেট ব্লগে দিয়েছে গুগল।
ব্লগে আরও বলা হয়, গুগল এখন সামাজিক যোগাযোগের সেবা হিসেবে গুগল প্লাসে অধিক মনোযোগ দেবে।
গত জুনে অবমুক্ত হওয়া গুগল প্লাস ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছে। ইকোনমিক টাইমস

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More