প্রথম দেখায় 1 মিনিট 59 ‍সেকেন্ডে সময় লাগে আকৃষ্ট হতে।


বন্দুরা আজ নিয়ে এসেছি একটি মজার বিষয়
কাউকে প্রথম দেখার পর আকৃষ্ট হতে সময় লাগে ১১৯ সেকেন্ড বা প্রায় দুই মিনিট। যুক্তরাজ্যেরদ্য ডেইলি স্টার প্রকাশিত এক গবেষণায় কথা বলা হয়েছে।
গবেষণায় দেখা গেছে , ‘ডেটিং, কর্মক্ষেত্রে সাক্ষাত্কার, ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে বৈঠক এবং আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হওয়ার ১১৯ সেকেন্ডের মধ্যেই আকৃষ্ট হওয়ার ব্যাপারটি ঘটে থাকে।

যুক্তরাজ্যে প্রতি ১০ জনের মধ্যে আটজন (৮৪ শতাংশ) প্রথম দেখার ১১৯ সেকেন্ডেই আকৃষ্ট হয়। আবার এর উল্টো ফলও রয়েছে। প্রতি ১০ জনের মধ্যে একজন (নয় শতাংশ) ক্ষেত্রে তাদের মন পরিবর্তন করে অর্থাত্ তারা সময়ের মধ্যে আকৃষ্ট হয় না।
সুন্দর হাসি এবং পরিপাটি চুল যাদের রয়েছে, অন্যকে মুগ্ধ করার একটা ভালো সুযোগ তাদের রয়েছে। কারও নিঃশ্বাসের দুর্গন্ধ তার প্রতি অন্যের আকর্ষণ কমে যাওয়ার কারণ হিসেবে বিবেচনা করা হয় বলে গবেষণায় বলা হয়েছে। সূত্র এএনআই

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More